মনোনয়ন চেয়েও পাননি এনসিপির নেত্রী সামান্তা শারমিন

মনোনয়ন চেয়েও পাননি এনসিপির নেত্রী সামান্তা শারমিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম দফায় ১২৫ জন প্রার্থীর মনোনয়ন তালিকা ঘোষণা করেছে।

তবে আলোচিত নেতা ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এই তালিকায় জায়গা পাননি।

বুধবার সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আখতার হোসেন জানান, শাপলা কলি মার্কার পক্ষে দলের সব নেতাকর্মীকে মাঠে নামতে হবে। তিনি দেশবাসীর কাছেও সহযোগিতা কামনা করেন।

সামান্তা শারমিন এনসিপি গঠনের শুরু থেকেই নেতৃত্বের প্রথম সারিতে। দল গঠনের আগে তিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ছিলেন।

এবারের নির্বাচনে তিনি রংপুর-১ আসনে মনোনয়ন চাইলেও পাননি। দলীয় সূত্র জানায়, পরবর্তী ধাপে তাকে বিবেচনা করা হতে পারে।

মনোনয়ন প্রক্রিয়া নিয়ে সদস্যসচিব আখতার হোসেন বলেন, প্রাথমিক তালিকায় থাকা কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ বা প্রতিকূলতা পাওয়া গেলে যাচাই-বাছাই করে প্রয়োজন হলে তাদের প্রার্থিতা বাতিল করা হবে। তিনি জানান, তিন ধাপে সব আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আসলে কতগুলো গুঞ্জন তো ছড়িয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email