বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুস্থদের মাঝে খাবার বিতরণ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুস্থদের মাঝে খাবার বিতরণ

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর পূর্ব মাদারবাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম বলেন,আমরা বিশ্বাস করি মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন। গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। নতুন বাংলাদেশ গড়ে তুলতে তাঁর নেতৃত্বের কোনো বিকল্প নেই। দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে তিনি আপোষহীন সাহসী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। মানুষের অধিকার, স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতির ইতিহাসে অম্লান থাকবে। আজ তিনি অসুস্থ, আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।

তিনি বলেন, আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—তিনি যেন সুস্থ হয়ে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি শক্তিশালী, স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তার সাহসী নেতৃত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের অনুপ্রাণিত করে এবং দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ২৫ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সৈয়দ তসলিমুর রহমান সঞ্চালনা করেন রেল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য হাজী মোহাম্মদ সালাউদ্দিন, মশিউর আলম স্বপন, সদরঘাট থানা বিএনপির সাবেক সদস্য সচিব কাউছার হোসেন বাবু, সদরঘাট থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খুরশীদ আলম, ২৫ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম বাদল।

উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির হাজী আলির আহাম্মদ, বেলাল হোসেন, তমিজুর রহমান, সিরাজ মিয়া, মো: জাহেদ, আমির হোসেন মানিক, মো: সালাউদ্দিন, মো: নাছির, রাইসুল ইসলাম, শাহাদাত আলী জিয়া, ফজলুল হক, আব্দুল মতিন, মহানগর যুবদল নেতা মো: আনোয়ার, মো: কাশেম, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের নেতা শেখ আলম রাজু, সালাউদ্দিন, মেহরাজ, যুবদল নেতা নুর খান, মো: রাশেদ, আবু তালেব লিটন, মো: জিয়া, মো: হারুন, মো: রকি, মো: ইব্রাহিম, তরুণদল নেতা মো: সাঈদ, ৩০ নং স্বেচ্ছাসেবক দলের নেতা মো: শাহিন, মো: ইব্রাহিম জান, মো: জহিরুল ইসলাম, মো: আরিফ, মো: বাপ্পি, মো: ইসমাইল, রেল শ্রমিক দলের নেতা মো: ফিরোজ, মো: হাফিজ, মো: রাজু, সদরঘাট থানা ছাত্রদলের নেতা কাইছার মাহমুদ, রাব্বি, রিদুয়ান, শ্রমিক নেতা মো: সিরাজ, আফাজাল, মো: জয়নাল, মো: মোবারকসহ প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান কার্যক্রমের পর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email