প্রথম সভায় ১০০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ

প্রথম সভায় ১০০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় আগামী ১০০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন বিভাগভিত্তিক উপ-কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে প্রেস ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মুরাদ। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ। এছাড়া কার্যকরী সদস্যদের মধ্যে সালেহ নোমান, রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী ও আরিচ আহমেদ শাহ উপস্থিত ছিলেন।

সভা শেষে নেতৃবৃন্দ জানান, নতুন ব্যবস্থাপনা কমিটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রেস ক্লাবের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email