ধর্মপ্রাণ যেকোনো ব্যক্তি বিপথগামী হতে পারে না: চবি উপাচার্য

ধর্মপ্রাণ যেকোনো ব্যক্তি বিপথগামী হতে পারে না: চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, ধর্ম চর্চার জন্য মসজিদ অন্যতম স্থান। আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য মসজিদের গুরুত্ব অপরিসীম। আমরা বিশ্বাস করি, ধর্মপ্রাণ যেকোনো ব্যক্তি বিপথগামী হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলে ধর্মপ্রাণ হলে এতে শান্তির সুবাতাস বয়ে যাবে। পূবালি ব্যাংক পিএলসির সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের “শীতাতপ নিয়ন্ত্রণ ও আধুনিকায়ন” কার্যক্রম শেষে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) দুপুর দেড়টায় শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চবি উপাচার্য।

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থীসহ সকলে ধর্মপ্রাণ হোক। নিজ নিজ উপাসনালয়ে যাক। ধর্মের প্রতি অনুগত হলে কারো দ্বারা নেতিবাচক কাজ করা সম্ভব নয়। ধর্মপ্রাণ হলে মারামারি থাকবে না, অনিয়ম থাকবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ মসজিদ খুবই গুরুত্বপূর্ণ। এ মসজিদে আধুনিকায়নের কার্যক্রমে সহযোগিতার জন্যে পূবালি ব্যাংক পিএলসিকে অসংখ্য ধন্যবাদ।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও চবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও চবি আরবি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস, চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন, পূবালী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস চট্টগ্রাম এর মহাব্যবস্থাপক জনাব মো. আব্দুর রহিম, চট্টগ্রাম উত্তর অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক জনাব এ কে এম মাসুদ, হাটহাজারী শাখা প্রধান জনাব শওকত-উর- রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-শাখা প্রধান জনাব রেদওয়ানুল করিম, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। এর আগে বেলা ১২.৩০টায় পূবালি ব্যাংক পিএলসির আগত কর্মকর্তাবৃন্দ চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে চবি উপাচার্য দপ্তরে সাক্ষাৎ করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email