
মানব সেবায় অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে এশিয়ান এক্সেলেন্স এচিভার্স অ্যাওয়ার্ডস-২০২৫ পেয়েছেন রিয়াদ খন্দকার। শনিবার রাতে নেপালের রাজধানী কাঠমুন্ডু’র একটি অভিজাত হোটেলে তাঁকে এ সম্মাননা তুলে দেন নেপাল সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী বাবলু গুপ্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপাল সরকারের জ্বালানি, নগর উন্নয়ন, পরিবহন ও পানি সম্পদ মন্ত্রী কুলমান ঘিসিং, নেপাল প্রতিনিধি পরিষদ ও সাবেক মন্ত্রী একে নাথ ঢাকাল, নেপাল সরকারের সাবেক মন্ত্রী
আনন্দ প্রসাদ পোখরেল, নেপাল সরকারের প্রতিনিধি পরিষদ সদস্য তারা লামা তামাং, সিআরসি, ইউএন, ভুটানের ভাইস চেয়ারম্যান ড. রিনচেন চোপেল, নেপালের ধুলিখেল পৌরসভার মেয়র অশোক ব্যাঞ্জু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক মো গোলাম ফারুক মজনু।
অনুষ্ঠানে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ ও নেপালের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিবর্গকে সম্মাননা জানানো হয়।
সমাজ সেবায় আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া রিয়াদ খন্দকার কুষ্টিয়া জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি স্বনামধন্য আবাসন নিমার্ণ প্রতিষ্টান আরডিএস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।







