
প্রতি বছরের ন্যায় আজ ২০ ডিসেম্বর শনিবার পাহাড়তলী ও চান্দগাঁও কেন্দ্রে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্পন্ন হয়।
আজ ২০ ডিসেন্বর শনিবার চান্দগাঁও কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুল, বিশেষ অতিথি ছিলেন কবি ও লেখক মো: জহিরুল ইসলাম (জহির), কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, সহ সভাপতি মোহাম্মদ খলিল উল্লাহ, ফরিদুল ইসলাম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার দেদুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অলি উল্লাহ, শিক্ষা সম্পাদক মালেকা আনোয়ার মায়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আরিফ জামশেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: আবু তাহের, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ এরশাদ হোসেন, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক মিসেস জান্নাতুল ফেরদৌস, নির্বাহী সদস্য এমরান হোসেন সাগর, মিসেস উম্মে সালমা।

কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধান অতিথি হাসান মুকুল বলেছেন, বৃত্তি মেধা, পরিশ্রম ও সম্ভাবনার স্বীকৃতি। আজকের এই বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি ভবিষ্যতের প্রতি একটি আস্থা, একটি বিনিয়োগ। কারণ শিক্ষিত ও দক্ষ প্রজন্মই পারে দেশকে এগিয়ে নিতে, সমাজকে আলোকিত করতে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি আমাদের প্রত্যাশা—তারা জ্ঞানকে কাজে লাগিয়ে আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে ভুমিকা রাখবে।
বৃত্তি পরীক্ষা শুরুর আগে শহীদ শরিফ বিন ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে দোআ করা হয় এবং হাদির হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক বিচারের জোর দাবী জানান কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন খোরশেদুল আলম, এম. এম. মুন্না, আলিয়া বেগম, জেবুন নেছা বেগম, মমিতা, আয়শা আকতার, রফিকুল আলম, মাওলানা ফরমান, রিদোয়ান, মুনমুন আকতার, কায়েম উদ্দীন প্রমুখ।








