তারেক রহমানের ফ্লাইট থেকে ২ ক্রু প্রত্যাহার

তারেক রহমানের ফ্লাইট থেকে ২ ক্রু প্রত্যাহার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটের কেবিন ক্রু তালিকায় জরুরি পরিবর্তন আনা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি এড়াতে এবং ভিআইপি ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে নির্ধারিত তালিকা থেকে দুই কেবিন ক্রুকে প্রত্যাহার করেছে বিমান কর্তৃপক্ষ।

ডিউটি রোস্টার থেকে বাদ পড়া দুই কর্মী হলেন- জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম। বিমান সূত্র জানিয়েছে, এই দুই কর্মীর সাথে সাবেক আওয়ামী লীগ নেতা শেখ সেলিমসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের ঘনিষ্ঠ সম্পর্কের ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গোয়েন্দা প্রতিবেদনেও তাঁদের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়।

সংশোধিত তালিকায় তাঁদের পরিবর্তে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে ফ্লাইট পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে। বিমান সূত্র আরও নিশ্চিত করেছে যে, অতীতে বিতর্কিত এই দুই ক্রু নিয়মিত শেখ সেলিমের ভিআইপি ফ্লাইটে দায়িত্ব পালন করতেন। ফলে আসন্ন গুরুত্বপূর্ণ যাত্রীর যাত্রা নির্বিঘ্ন রাখতে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে ফ্লাইট সার্ভিস বিভাগ।

তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি আগামী বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে। পরদিন ২৫ ডিসেম্বর সকালে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্য এবং বিএনপির একাধিক শীর্ষ নেতাও সহযাত্রী হিসেবে থাকবেন।

উল্লেখ্য, ইতিপূর্বেও একই ধরণের পদক্ষেপ দেখা গিয়েছিল। গত ২ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ফ্লাইটেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম রিপন নামে দুই ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email