চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের ম‌নোনয়ন পত্র সংগ্রহ করে‌ছেন আবুল হা‌শেম বক্কর

চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের ম‌নোনয়ন পত্র সংগ্রহ করে‌ছেন আবুল হা‌শেম বক্কর

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচ‌নে চট্টগ্রাম ০৯ আসন থে‌কে ম‌নোনয়ন পত্র সংগ্রহ কর‌লেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক আবুল হা‌শেম বক্কর।

আজ র‌বিবার (২১ ডিসেম্বর) সকা‌লে চট্টগ্রাম বিভাগীয় ক‌মিশনা‌রের কার্যাল‌য়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা নেপাল চন্দ্র দাস এর নিকট থে‌কে চট্টগ্রাম মহানগর বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক আবুল হা‌শেম বক্কর’র প‌ক্ষে ম‌নোয়ন পত্র সংগ্রহ ক‌রেন তাঁরই একান্ত স‌চিব এস এম শহীদ ইকবাল।

এসময় উপ‌স্থিত ছি‌লেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির সা‌বেক যুগ্ম সম্পাদক ও টেরী বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি আবদুল মান্নান, চট্টগ্রাম মহানগর বিএন‌পি সা‌বেক সদস‌্য হা‌মিদুর রহমান, আন্দর‌কিল্লাহ ওয়ার্ড বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক সৈয়দ আবুল বসর, বিএন‌পি নেতা মো. আ‌নিছ, ফ‌তেহ আলী, মহানগর যুবদ‌লের সা‌বেক যুগ্ম সম্পাদক ই‌দ্রিস আলম, যুবদল নেতা শেখ সে‌লিম, বাক‌লিয়া থানা স্বেচ্ছা‌সেবক দ‌লের আহবায়ক মো. দুলাল সওদাগর, কো‌তোয়ালী থানা যুবদল নেতা মঈন‌দ্দিন খান রা‌জিব, কো‌তোয়ালী থানা স্বেচ্ছা‌সেবক দ‌লের সা‌বেক সি‌নি. যুগ্ম আহবায়ক আবু সা‌লেহ আবিদ, ডবলমু‌রিং থানা ছাত্রদল নেতা মো. আ‌রিফ, স্বেচ্ছা‌সেবক দল দ‌ল নেতা দে‌লোয়ার হো‌সেন, মো. সাঈদ প্রমূখ।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email