
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুই ঘণ্টার জন্য টোলমুক্ত ঘোষণা করা হয়েছে। এদিন দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাধারণ যানবাহনের জন্য এই সুবিধা কার্যকর থাকবে।
বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীর পূর্বাচল এলাকার ৩০০ ফিট সংলগ্ন সমাবেশস্থলে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে।
এদিকে প্রিয় নেতাকে স্বাগত জানাতে এক দিন আগে থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে ভিড় করতে শুরু করেছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের স্লোগান ও প্ল্যাকার্ডে পুরো এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। বিমানবন্দর থেকে শুরু করে সমাবেশস্থল পর্যন্ত ব্যাপক নিরাপত্তা ও সাজসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, জনসমাগম ও যানবাহনের চাপ বিবেচনায় নিয়ে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার বিমানবন্দর এলাকার এই এক্সপ্রেসওয়ের টোল সাময়িকভাবে মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে।







