আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন-আমির খসরু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন-আমির খসরু

বিশ্ববরেণ্য, দক্ষিণ – পূর্ব এশিয়ার আলোকিত সংঘমনীষা, বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবীরের মহাপ্রয়াণ পরবর্তী চট্টগ্রামে জাতীয় অনিত্য সভা ও স্মৃতি চারণ অনুষ্ঠান
শুক্রবার সকালে চট্টগ্রামের প্যারেড মাঠে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন মহান ভিক্ষুসংঘ। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বক্তব্য রাখেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম ১১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ড.সুকোমল বড়ুয়া, চট্টগ্রাম – ৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব আবু সুফিয়ান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য জনাব ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী,
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বিএনপি নেতা রুবেল বড়ুয়া সহ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক‍্য ফ্রন্ট নেতা কমল জ‍্যোতি বড়ুয়া, নন্দন বড়ুয়া সাজু, প্রিতম বড়ুয়া ডালিম, সজল বড়ুয়া, সুমন বড়ুয়া,সত‍্যজিত বড়ুয়া রুপু, প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী,কল্লোল বড়ুয়া, জুয়েল বড়ুয়া, মহিরাজ বড়ুয়া। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিএনপির স্হানীয় বিভিন্নস্তরের নেতাকর্মী বৃন্দ।
বাংলাদেশ বৌদ্ধ সমিতির আয়োজিত চট্টগ্রাম প্যারেড কর্ণারে ভদন্ত বসুমিত্র মহাস্থবিরের সভাপতিত্বে উদ্বোধনী ভাষণ প্রদান করেন ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবির। ভদন্ত বোধিমিত্র মহাস্থবিরের সঞ্চালনায়
শ্রদ্ধা জ্ঞাপন শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্যে বলেন, শতবর্ষে এক জীবনে মহামান্য সংঘরাজ ভান্তের ত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথে সাথে মহীয়সী নারী, এক জীবনের মহাকাব্য,বাংলাদেশের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনিই স্বপ্ন দেখিছেন, “রেইনবো ন্যাশন। অনেক রং সকল সম্প্রদায়ের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একই সূত্রের সারমর্ম রেইনবো ন্যাশনস। আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন। এখানে কোন দলের নয় সকল মানুষের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা হবে।এই রেইনবো নেশনে সকলের ধর্ম থাকবে, ধর্ম যার যার দেশ সবার। এই রেইনবো নেশনে সংস্কৃতি হবে যার যার ,দেশ সকলের।এই রেইনবো নেশনে ইতিহাস হবে যার যার, দেশ সকলের।এই রেইনবো নেশনে ভাষা হবে যার যার, দেশ সকলের। আমরা সকলে এক জায়গায় বাংলাদেশী হিসেবে থাকবো।গর্বিত বাংলাদেশী হবো।আগামীর বাংলাদেশ হবে স্থিতিশীল, শান্তিপূর্ণ। আমরা লিভারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। উন্নয়নের সুফল প্রত্যেকটি নাগরিকের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email