এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাঁচ ব্যাংককে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামি ব্যাংকের লেনদেন শুরুর প্রথম দুই দিনে ১০৭ কোটি টাকার বেশি উত্তোলন করেছেন আমানতকারীরা। একই সময়ে ব্যাংকটিতে নতুন আমানত হিসেবে জমা হয়েছে ৪৪ কোটি টাকা।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
আহসান এইচ মনসুর বলেন, মোট ১৩ হাজার ৩১৪ জন গ্রাহক ১০৭ কোটি ৭৭ লাখ টাকা তুলেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৬ কোটি টাকা তুলেছেন বিলুপ্ত এক্সিম ব্যাংকের গ্রাহকরা। দুই দিনে মোট জমা হয়েছে ৪৪ কোটি টাকা।
তিনি বলেন, উত্তোলনের বিপরীতে নতুন আমানত জমা হওয়া গ্রাহকদের আস্থার প্রতিফলন। এটি প্রমাণ করে যে, সরকার ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে জনগণ বিশ্বাস রাখছে।
গভর্নর বলেন, একীভূত হওয়া পাঁচ ব্যাংকের (এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক) ৯৫ শতাংশ গ্রাহকই ছোট আমানতকারী। বর্তমানে সাধারণ গ্রাহকরা আমানত বিমার আওতায় সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারছেন। পরে বড় আমানতকারীরাও পর্যায়ক্রমে টাকা তুলতে পারবেন। এ ছাড়া আমানতকারীরা তাদের জমার বিপরীতে ২০ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।
তিনি বলেন, আমাদের এখনকার প্রধান চ্যালেঞ্জ হলো ব্যাংকগুলোর আইটি সিস্টেম এবং ইউটিলিটি সেবাগুলো দ্রুত চালু করা, যাতে গ্রাহকরা নির্বিঘ্নে বিল পেমেন্ট করতে পারেন। আমাদের একদিকে খরচ কমাতে হবে, অন্যদিকে নতুন ব্যাংকের আয় বাড়াতে হবে।







