ফটিকছড়িতে নিখোঁজের ৫ দিন পর খালে পাওয়া গেল তরুণের লাশ!

ফটিকছড়িতে নিখোঁজের ৫ দিন পর খালে পাওয়া গেল তরুণের লাশ!

চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে নিখোঁজের ৫ দিন পর রাজু মিয়া (১৯) নামে এক তরুণের মরদেহ পাওয়া গেছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড়ের খনকাইয়া খালে ওই তরুণের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।
নিহত রাজু ওই এলাকার দায়মুল্লাহ তালুকদার বাড়ির কবির হোসেনের ছেলে।
এর আগে ২১ জানুয়ারি রাতে তিনি নিখোঁজ হন। পরে ২২ জানুয়ারি নিহতের পিতা বাদি হয়ে ফটিকছড়ি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এতে নিহত ফিরোজের বউয়ের বোন জামাই ফিরোজ আহমেদকে প্রধান আসামি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সোয়েব সিকদার।
জানা গেছে, নিহত রাজু প্রতিবেশি এক স্কুল ছাত্রীকে পালিয়ে বিয়ে করেন। পরে স্থানীয়া জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান হয়।
থানায় দায়ের করা অভিযোগ মতে- সেদিনের বৈঠকে মানামানি হলেও মেয়ের বোন জামাই ফিরোজ আহমেদ তা মানতে পারেনি। পরে ২১ জানুয়ারি রাতে মামলায় অভিযুক্ত ফিরোজ নিহত রাজুকে ঘর থেকে ডেকে এনে অভিযোগে উল্লেখিত অপারাপর বিবাদীদের সহযোগিতায় রাজুকে অপহরণ করে বলে মামলায় উল্লেখ করা হয়। এর ৫দিন পর রাজুর মরদেহ পাওয়া যায় খালে।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। তদন্ত সাপেক্ষে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email