শেখ হাসিনার মুখ উজ্জ্বল করলেন সাকিব

শেখ হাসিনার মুখ উজ্জ্বল করলেন সাকিব

গতকাল হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোটের ব্যবধানে জিতে এমপি হলেন সাকিব আল হাসান।

নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ উজ্বল করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

শেখ হাসিনা প্রার্থী হয়েছিলেন গোপালগঞ্জ-৩ আসনের। সেখানে তিনি বড় ব্যবধানে জিতে অষ্টমবারের মত সংসদ সদস্য হলেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রকাশিত ফলঅনুসারে ২২৩টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে ক্ষমতাশীন দল আওয়ামী লিগ।

জাতীয় নির্বাচনের আগে সাকিবকে প্রধানমন্ত্রী ‘ছক্কা হাঁকাতে’ বলেছিলেন। তিনি বলেছিলেন ‘তোমাকে ভাষণ দিতে হবে না, তবে তুমি ছক্কা হাঁকাতে পার। বল হাতে উইকেট নিতে পার। এবার নির্বাচনে ছক্কা মারো দেখি।’

প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জিতে প্রধানমন্ত্রীর সেই কথা রাখলেন সাকিব।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email