দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। দলের সংসদ সদস্যদের মধ্যে ছিলেন খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে আসা ক্রিকেটার সাকিব আল হাসানও।
এদিন শপথ পাঠ অনুষ্ঠানে জাতীয় সংসদ ভবনে গিয়েও যেন সবার মধ্যমণি হয়ে গেলেন মাগুরা-১ আসন থেকে নিরঙ্কুশ জয় পাওয়া এই খেলোয়াড়।
বুধবার সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
শপথগ্রহণ শেষে সংসদ সদস্য হিসেবে শপথপত্রে স্বাক্ষরের জন্য অপেক্ষার সময় নিরাপত্তাকর্মী, সংসদ ভবন কর্মকর্তা, কর্মচারী ও আগত বিভিন্ন অতিথিরা তার কাছাকাছি ভিড়তে চাইলেন, জালালেন শুভেচ্ছাও। তাদের আবদার যে সেলফি তোলার। নবীন রাজনীতিবিদ সাকিবও স্বভাবসুলভ হাসিতে সবার অভিবাদনের জবাব দেন, কুশল বিনিময় করেন। সেলফি তুলে মেটালেন সবার আবদারও।
এরপর সংসদ সচিবালয়ের ডেটাবেজে নিজের তথ্য এন্ট্রি, বায়োমেট্রিক ও স্বাক্ষরের পর সংসদ সদস্য হিসেবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন সাকিব।