চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর-রেজিস্ট্রারের পদত্যাগ দাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর-রেজিস্ট্রারের পদত্যাগ দাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রক্টর ও রেজিস্ট্রারের দ্রুত পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

অবস্থান কর্মসূচিতে ছাত্রদল নেতাকর্মীরা প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের পদত্যাগ দাবি করেন। এসময় তারা স্লোগান দেন, “দলবাজ রেজিস্ট্রার, এই মুহূর্তে গদি ছাড়,” “চাপ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবেনা,” “হানি ট্র্যাপের প্রক্টর মানি না, মানবো না।”

ছাত্রদল নেতাদের অভিযোগ, প্রক্টর একটি দলের রাজনৈতিক কর্মসূচিতে নিয়মিত উপস্থিত থাকেন এবং তিনি চাকসু নির্বাচনের সঙ্গেও জড়িত। এতে তাদের অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া রেজিস্ট্রার ছাত্রদল নেতাদের উদ্দেশে কটূক্তি করেছেন এবং আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ তাদের। ছাত্রদল দাবি জানায়, দলবাজ ও ব্যক্তিত্বহীন প্রক্টর-রেজিস্ট্রারকে দ্রুত পদত্যাগ করতে হবে।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “শিক্ষার্থীদের অধিকার আদায়, চাকসুর গঠনতন্ত্র পরিবর্তন, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা এবং দলবাজ প্রক্টর-রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে আমাদের কর্মসূচি।”

ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “রেজিস্ট্রার আইনি ব্যবস্থা নেবেন বলেছেন। কিন্তু কাদের বিরুদ্ধে নেবেন তা আমরা বুঝিনি। চাকরির কমিটি তো রেজিস্ট্রারের সাইনেই হয়েছে। প্রতিবাদ করলে তা অশালীন মন্তব্য দিয়ে উড়িয়ে দেয়া হয়েছে, যা আমরা নিন্দা জানাই।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email