
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগরে সিনিয়র সহ-সভাপতি খন্দকার সালাউদ্দীন কামালের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে তারা চট্টগ্রাম জেলা প্রশাসকের (ডিসি) কাছে সকল প্রমাণ-উপাত্তসহ একটি স্মারকলিপি পেশ করেছেন।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধনপুরের সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান সালাউদ্দীন কামাল দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ঠিকাদার নিয়ন্ত্রণ, বিরোধী মত দমন, মাদক ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
তাদের দাবি, তিনি শুধু স্থানীয় রাজনীতিই নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও প্রভাব বিস্তার করেছেন, ফলে এলাকার শিক্ষা পরিবেশ ধ্বংসের পথে।
বক্তারা আরও অভিযোগ করেন, সাম্প্রতিক জুলাই-আগস্টের গণহত্যায় সহযোগী হিসেবেও তার নাম উঠে এসেছে। নিহতদের পরিবার ও এলাকাবাসী ইতোমধ্যে তার সংশ্লিষ্টতার প্রমাণ প্রকাশ্যে তুলে ধরেছেন।
এলাকাবাসীর একাধিক প্রতিনিধি জানান, চেয়ারম্যান সালাউদ্দীন কামালের কর্মকাণ্ডের কারণে ইউনিয়নে স্থায়ীভাবে অস্থিরতা বিরাজ করছে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।
জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন।