একমাসে এলো সাড়ে ২৫ হাজার কোটি টাকার প্রবাসী আয়

একমাসে এলো সাড়ে ২৫ হাজার কোটি টাকার প্রবাসী আয়

চলতি আগস্ট মাসের প্রথম ২৭ দিনে দেশে ২০৮ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ৪৬১ কোটি ৪০ লাখ টাকা। এই পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১১ কোটি ৬০ লাখ ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরেক হোসেন খান জানান, গত বছরের আগস্টের প্রথম ২৭ দিনে এসেছিল ১৯৭ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ, চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

তিনি জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস (জুলাই থেকে আগস্টের ২৭ দিন পর্যন্ত) মোট ৪৫৬ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। যা গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের ৩৮৮ কোটি ৫০ লাখ ডলারের তুলনায় ৬৮ কোটি ডলার বেশি। এই সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৭.৫ শতাংশ।

এর আগে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে ওই ৮ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email