বিশেষ অভিযানে এক হাজার লিটার চোলাই মদসহ দুইজন গ্রেফতার

বিশেষ অভিযানে এক হাজার লিটার চোলাই মদসহ দুইজন গ্রেফতার

গতরাতে বিশেষ অভিযানে ১,০০০ (এক হাজার) লিটার চোলাই মদ ও মদ পরিবহনে ব্যবহৃত ০১ (এক)টি নোয়াহ্ মাইক্রো গাড়ি উদ্ধারসহ ০২ (দুই) জনকে গ্রেফতার করেছেন নোয়াপাড়া পুলিশ।।

চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া ফাঁড়ির এসআই (নিরস্ত্র) সাইফুল আলম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে রাউজান থানাধীন নোয়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নোয়াপাড়া বাজারস্থ শরীফ মার্কেটের সামনে চট্টগ্রাম টু কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে কাপ্তাই হতে চট্টগ্রামগামী নোহা মাইক্রোবাস রেজিঃ চট্ট মেট্রো -চ- ৫১-০৫৬৯ তল্লাশি করে ১০০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করেন। মদ বহনের দায়ে আসামী গাড়ী চালক রাঙ্গুনিয়া থানার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ জব্বার হোসেন (২৯), পিতা-মৃত নুরুল ইসলাম ও কক্সবাজার সদর থানার ঝিলংঝা ইউনিয়নের মৃত এহসানুল হকের ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৪) আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email