আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫০ ছাড়াল

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫০ ছাড়াল

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০ জন ছাড়িয়েছে। এখন পর্যন্ত অন্তত ৫০০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাত্র ৮ কিলোমিটার গভীরে। এর পরপরই আরও দুটি আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

দেশটির তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি ও চাপা দারা জেলায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। ইতিমধ্যে উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন।

সাওকি জেলার দেবা গুল এবং নুর গাল জেলার মাজার দারায় ভূমিধসের কারণে সড়ক বন্ধ হয়ে গেছে। ফলে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বাসিন্দারা একে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে বর্ণনা করেছেন।

আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, “মানুষের জীবন রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষ এবং পার্শ্ববর্তী প্রদেশ থেকে আসা দলগুলো উদ্ধার কাজে অংশ নিচ্ছে।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email