
আহবায়ক প্রফেসর ডাঃ জেড এম জাহিদ হোসেন এবং সদস্য সচিব কাদের গণি চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বিদ্যমান আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
আগামী ৯০ (তিন) দিনের মধ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের জন্য নিম্ন বর্ণিত নেতৃবৃন্দের সমন্বয়ে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটি নিম্নরুপ ঃ
১। ইসমাইল জবিউল্লাহ ঃ আহবায়ক (বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা)
২। ব্যারিস্টার কায়সার কামাল ঃ সদস্য -(আইনজীবী ফোরাম)
৩। প্রফেসর ড. মোর্শেদ হাসান খান ঃ সদস্য -(ইউট্যাব)
৪। কাদের গণি চৌধুরী ঃ সদস্য -(বিএফইউজে)
৫। ইঞ্জি. শাহরিন ইসলাম তুহিন ঃ সদস্য -(এ্যাব)
৬। ডাঃ জহিরুল ইসলাম শাকিল ঃ সদস্য -(এ্যাব)
৭। প্রফেসর আবদুস সালাম ঃ সদস্য -(সাদা দল, ঢাঃ বিঃ)
৮। প্রফেসর মোস্তাফিজ ঃ সদস্য -(এইবি)
৯। জাকির হোসেন ঃ সদস্য -(শিক্ষক কর্মচারী ঐক্যজোট)
১০। রফিকুল ইসলাম ঃ সদস্য -(জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট)
১১। মোকসেদুল মোমেনিন মিথুন ঃ সদস্য -(আমরা বিএনপি পরিবর)
বিঃ দ্রঃ বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য কৃষিবিদ মোকসেদুল মোমেনিন মিথুন এই কমিটির দাপ্তরিক দায়িত্ব পালন করবেন।