আমাদের আবেগের জায়গা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়ার প্রথম সমাধি – হুমাম কাদের চৌধুরী

আমাদের আবেগের জায়গা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়ার প্রথম সমাধি - হুমাম কাদের চৌধুরী

বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, ‘আজকে আপনারা দেখেছেন রাঙ্গুনিয়ায় প্রতিটা ব্যক্তি এখানেই উপস্থিত হয়েছেন। তাদের অনেকেই হয়তো বিএনপি করেনা কিন্তু জিয়াউর রহমানকে ভালবাসে এখানে এসেছে উনাকে সম্মান জানানোর জন্য। কারণ, এই স্বাধীন রাষ্ট্রের অভ্যুত্থানের প্রথম লগ্ন উচ্চারণ হয়েছিল জিয়াউর রহমানের কণ্ঠে। রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় যখন বাংলাদেশের মানুষ একটি অনিশ্চয়তা এবং অন্ধকার জীবনের মধ্যে ঘুরপাক খাচ্ছে তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়ানগরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে তিনি এসব কথা বলেন।

হুমাম কাদের চৌধুরী বলেন, ‘আপনারা সকলেই জানেন যে, রাঙ্গুনিয়ায় প্রথমবার জিয়াউর রহমান সাহেবকে দাফন করা হয়েছে, এটাই প্রথম সমাধি। এটা আমাদের জন্য গর্বের বিষয়। এটা আমাদের আপন একটা রক্তের টান রয়ে গেছে এই জিয়া পরিবারের জন্য। আজকে আমরা সেই আবেগের জায়গায় এসেছি। এখানে আসার পর আমরা আবেগে আপ্লুত হয়েছি। এই রাঙ্গুনিয়া তথা চট্টগ্রাম শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্থান। এ চট্টগ্রামের সাথে বিএনপির সম্পর্ক শিকড়ের।’

তিনি আরও বলেন, ‘আমরা আজকে সকলকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না। আজকে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এখানে এসেছি দোয়া করার জন্য, এই দলটা যেন ঠিকে থাকে। এই ষোল বছর যত ষড়যন্ত্র হয়েছে এ দলের বিরুদ্ধে কেউ এই দলকে ভাঙতে পারেনি। ইনশাআল্লাহ জনগণের দোয়া যদি আমাদের সাথে থাকে, এই দল এক থাকবে, এই দলকে কেউ ভাঙতে পারবেনা।’

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য শওকত আলী নূর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. কামাল হোসেন, যুগ্ম আহবায়ক নিজামুল হক চৌধুরী, যুগ্ম আহবায়ক হাজী ইলিয়াস শিকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সি. সহসভাপতি ইউসুফ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, একতিয়ার হোসেন, কে কে জসিম উদ্দিন চৌধুরী, নাসির উদ্দীন নসু, ভিপি আনিছুর উদ্দিন, মাকসুদুল হক চৌধুরী, পারভেজ মোশাররফ, মো. শওকত, ফারুকুল ইসলাম, দিদারুল আলম, আবু বক্কর ও হেলাল উদ্দিন আহমেদসহ দলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর কিছুক্ষণ শ্রদ্ধা নিবেদন করতে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহারের নের্তৃত্বে বিশাল বহর নিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে প্রবেশ করেন।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহিদ জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সা: সা: সম্পাদক অধ্যাপক ইউনুচ চৌধুরী, অধ্যাপক আজম খান, পৌর বিএনপি আহবায়ক মাহবুব ছাফা, সদস্যা সচিব আবদুস সালাম, ফজলুল হক, মো. ওসমান, গাজী আইয়ুব, নাসের উদ্দিন, ইউনুচ তালুকদারসহ উপজেলা, পৌরসভা ও ১৫ ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে হাজার হাজার মানুষের ঢল নামে। সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাধি প্রাঙ্গনে উপস্থিত হতে থাকেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের এই দলটি গঠন করেন। এর পূর্বে তিনি ১৯৭৭ সালে রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি দল গঠন করেন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে ঢাকার রমনা ময়দানে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email