তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

টানা কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও কমেনি তাপমাত্রা। গরমের তীব্রতা বেড়েই চলেছে। এ গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এবার তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ ছাড়া উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।

এ কারণে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে তীব্র গরম পড়ছে। এ অবস্থায় সোমবার (১ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

তবে আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

অধিদপ্তর আরও জানায়, সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email