গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম প্রত্যাহার

গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম প্রত্যাহার

গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন স্বাক্ষরিত একটি আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে তার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, মো. নাজমুল করিম খান ২০২৪ সালের ১২ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার হিসেবে যোগদান করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email