সুদানে ভয়াবহ ভূমিধসে পুরো গ্রাম নিশ্চিহ্ন, সহস্রাধিক মানুষের প্রাণহানি

সুদানে ভয়াবহ ভূমিধসে পুরো গ্রাম নিশ্চিহ্ন, সহস্রাধিক মানুষের প্রাণহানি

সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধসে সম্পূর্ণ একটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ঘটনায় এক হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত রবিবার টানা ভারী বর্ষণের পর প্রাণহানির এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার এক বিবৃতিতে সুদান লিবারেশন মুভমেন্ট (এসএলএম) বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় গ্রামের প্রায় সব বাসিন্দা মারা গেছেন— মাত্র একজন ছাড়া আর কেউ বেঁচে নেই।

ভূমিধসটি ঘটেছে সুদানের দারফুর অঞ্চলের দুর্গম মাররা পর্বত এলাকায়, যা বর্তমানে এসএলএম-এর নিয়ন্ত্রণে রয়েছে। তারা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে মরদেহ উদ্ধার এবং মানবিক সহায়তা পাঠানোর জন্য জরুরি সহযোগিতা চেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত দুই বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘাত চলছে। এতে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে এবং নিরাপত্তার আশায় অনেকে আশ্রয় নিয়েছিলেন মাররা পাহাড়ের এই প্রত্যন্ত গ্রামে। দুর্ভাগ্যবশত, প্রাকৃতিক দুর্যোগ শেষ পর্যন্ত কেড়ে নিল তাদের জীবন।

উল্লেখ্য, দুর্গম অঞ্চলে অবস্থিত হওয়ায় সেখানে সবসময় খাদ্য ও ওষুধ সরবরাহে সমস্যা দেখা দিত। এই দুর্যোগ পরিস্থিতিতে তা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সূত্র: আল জাজিরা ও সিএনএন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email