রাজধানী ঢাকায় আজও হালকা বৃষ্টি হতে পারে

রাজধানী ঢাকায় আজও হালকা বৃষ্টি হতে পারে

রাজধানী ঢাকায় আজও হালকা বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে কখনো অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

এ সময় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আজ ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা আজ ভোরে রেকর্ড হয় ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিও হয়েছে।

শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টিপাতের আভাস রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতও হতে পারে।

তবে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email