ক্রিকেটকে সমৃদ্ধ করতে যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত: বিসিবি সভাপতি

ক্রিকেটকে সমৃদ্ধ করতে যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত: বিসিবি সভাপতি

ক্রিকেটকে সমৃদ্ধ করতে যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত: বিসিবি সভাপতি কথা বলছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বাংলাদেশ ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার (২ সেপ্টম্বর) দুপুর বেলা দেড়টার দিকে তিনি মাঠ ও জিমনেসিয়ামের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
এ সময় অবকাঠামোগত অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি জানান, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তিনি সব সময়ই নিবেদিতভাবে কাজ করছেন। এ সময় তিনি বিসিবির পরিচালক পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। শুধু তাই নয়, দেশের প্রয়োজনে আরও বড় দায়িত্ব নিয়েও কাজ করতে চান বলে উল্লেখ করেন।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি চাই সিলেটসহ দেশের সব অঞ্চলে ক্রিকেট অবকাঠামো আরও উন্নত হোক। তাই ক্রিকেটকে সমৃদ্ধ করতে যে কোনো দায়িত্ব নিতে আমি প্রস্তুত।

এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটপ্রেমীরা বলেন, বিসিবি সভাপতির এ ধরনের পরিদর্শন ও বক্তব্য দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email