
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের ভিডব্লিউবি এর মাসিক প্রতি কার্ডে ৩০কেজি খাদ্য শস্য বিতরণের শুভ উদ্ভোধনী অনুষ্ঠান গতকাল ১সেপ্টেম্বর সম্পন্ন হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের ভিডব্লিউবি কার্ডধারী ২০২৫-২০২৬ চক্র (পঞ্জিকা অনুযায়ী) মাসিক প্রতি কার্ডে ৩০কেজি খাদ্য শস্য পশ্চিম গুজরার ৮৪জন মহিলা সদস্য এ সুবিধা ভোগ করবেন।
বক্তাগণ বক্তব্য রাখতে গিয়ে বলেন সরকারি প্রতিটি সুযোগ-সুবিধা যাচায় বাচায় করে করতে হবে। প্রকৃতভাবে যারা এ সুবিধা নেওয়ার উপযুক্ত তাদের তালিকায় অন্তর্ভুক্ত করার আহবান জানান। পশ্চিম গুজরা সরকারি সেবা প্রদানে অগ্রণী ভুমিকা পালন করে আসছেন আগামীতেও পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সকল সেবা সাধারণ মানুষ স্বাভাবিক নিয়মে পাবে।
পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের হলরুমে আনুষ্ঠানিক উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংরক্ষিত মহিলা মেম্বার মিসেস জাহানারা বেগম। পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সচিব আবু মোহাম্মদ সায়েম চৌধুরীর সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, পশ্চিম গুজরা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সাইফ উদ্দিন তারেক, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার গোলাপী বড়ুয়া, লাকী মহাজন, প্রবীণ বিএনপি নেতা মোহাম্মদ হারুন উর রশিদ সিকদার, নুরুল আকতার, মোহাম্মদ নুরুন নবি, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ মুবিন, জাহাঙ্গীর আলম, ওসমান চৌধুরী, নুর মোহাম্মদ, মোহাম্মদ মিয়া, নেজাম উদ্দিন, মোহাম্মদ মহিন উদ্দীন, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের রতন দফাদার, শাহা আলম, মোহাম্মদ আরিফ উদ্দিন, মোহাম্মদ হাসান প্রমুখ।