নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে

নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সাতটি রাজনৈতিক দল এবং একটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসে নির্বাচনের পরিবেশকে ঘিরে সতর্ক করেছেন। বৈঠকটি দেড় ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠকে অংশ নেন এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা।

প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে তার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে যারা বাধা দিতে চায়, তারা নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা করবে। কিছু কিছু লক্ষণ ইতোমধ্যেই দেখা যাচ্ছে।”

তিনি আরও বলেন, “নির্বাচন ফেব্রুয়ারি ২০২৬-এর প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। যারা ভোট দিতে পারেননি বা পূর্বে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তাদেরও এবার ভালো অভিজ্ঞতা দিতে হবে। কেউ যেন বলতেই না পারে যে ভোট দিতে দেওয়া হয়নি।”

প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, নির্বাচনকে সফল ও সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এছাড়া নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email