এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বিজয় একাত্তর হলে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে প্রার্থিতা করছেন তিনি। ভোটারদের কাছে আবেগঘন চিঠির মাধ্যমে ভোটের আবদার করে সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছেন তিনি।
চিঠিতে সাকিব লিখেছেন, ‘প্রিয় সুহৃদ, আসসালামু আলাইকুম । আমি সাকিব বিশ্বাস, আপনার বিজয় ৭১ পরিবারের একজন।’
‘বন্ধুদের সাথে ২০১৯ সালে হলে উঠেছিলাম, কিন্তু আমাকে পিটিয়ে হল থেকে বের করে দেওয়ায় আপনাদের সাথে আমার ক্যাম্পাসজীবন কাটাতে পারিনি। আমি বাইরে থেকে গণরুম গেস্টরুম কালচারের বিরুদ্ধে লড়েছি। সকল অধিকারের জন্য সোচ্চার থেকেছি।’
‘আজ বিজয়ের পর আপনাদের কাছে আসার সুযোগ হয়েছে। এই সুযোগে আমি আপনাদের জন্য কাজ করতে চাই। কন্ঠস্বর হয়ে উঠতে চাই। আমি আমার কাজের মাধ্যমে আমার বিশ্বস্ততা প্রমান করতে চাই। আমি আপনাদেরই সাকিব বিশ্বাস, আমাকে বিশ্বাস করতে পারেন। ধন্যবাদান্তে, সাকিব বিশ্বাস।’
গেস্টরুম কালচারের ভুক্তভোগী সাকিব চবিসশের জুলাই-আগস্টের উত্তাল দিনেও রাজপথে ছিলেন। ডাকসু নির্বাচনের ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের সঙ্গে তার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় আবিদ এবং সাকিব মিলে তাদের আহত এক সহযোদ্ধাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর একযোগে অনুষ্ঠিত হবে ডাকসু কেন্দ্রীয় কমিটি ও হল সংসদসমূহের নির্বাচন।
আবিদের সঙ্গে আহত জুলাইযোদ্ধাকে রিকশায় নিয়ে যাওয়া সাকিবের আবেগঘন চিঠি
ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের ‘গেস্টরুম কালচারে’ অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সাধারণ ছাত্ররা। অনেকেই নির্যাতন-নিপীড়নের মুখে হল ছাড়তে বাধ্য হয়েছিলেন, তাদেরই একজন সাকিব বিশ্বাস।
এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বিজয় একাত্তর হলে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে প্রার্থিতা করছেন তিনি। ভোটারদের কাছে আবেগঘন চিঠির মাধ্যমে ভোটের আবদার করে সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছেন তিনি।
চিঠিতে সাকিব লিখেছেন, ‘প্রিয় সুহৃদ, আসসালামু আলাইকুম । আমি সাকিব বিশ্বাস, আপনার বিজয় ৭১ পরিবারের একজন।’
‘বন্ধুদের সাথে ২০১৯ সালে হলে উঠেছিলাম, কিন্তু আমাকে পিটিয়ে হল থেকে বের করে দেওয়ায় আপনাদের সাথে আমার ক্যাম্পাসজীবন কাটাতে পারিনি। আমি বাইরে থেকে গণরুম গেস্টরুম কালচারের বিরুদ্ধে লড়েছি। সকল অধিকারের জন্য সোচ্চার থেকেছি।’
‘আজ বিজয়ের পর আপনাদের কাছে আসার সুযোগ হয়েছে। এই সুযোগে আমি আপনাদের জন্য কাজ করতে চাই। কন্ঠস্বর হয়ে উঠতে চাই। আমি আমার কাজের মাধ্যমে আমার বিশ্বস্ততা প্রমান করতে চাই। আমি আপনাদেরই সাকিব বিশ্বাস, আমাকে বিশ্বাস করতে পারেন। ধন্যবাদান্তে, সাকিব বিশ্বাস।’
গেস্টরুম কালচারের ভুক্তভোগী সাকিব চবিসশের জুলাই-আগস্টের উত্তাল দিনেও রাজপথে ছিলেন। ডাকসু নির্বাচনের ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের সঙ্গে তার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় আবিদ এবং সাকিব মিলে তাদের আহত এক সহযোদ্ধাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর একযোগে অনুষ্ঠিত হবে ডাকসু কেন্দ্রীয় কমিটি ও হল সংসদসমূহের নির্বাচন।
জামায়াতের কার্যক্রম এরশাদের মতো
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধিদল
সন্ধ্যায় ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক
গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের মারধর, মির্জা ফখরুলের দুঃখ প্রকাশ
পিআর আন্দোলন ছিল জামায়াতের পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা : নাহিদ ইসলাম
জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি
নারীরাই বিএনপিকে ক্ষমতায় আনার প্রধান শক্তি- বেগম সেলিমা রহমান
সবাই মিলে অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগোই-মির্জা ফখরুল