
ঘুম আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সারাদিনের ক্লান্তি দূর করতে ও সুস্থতার জন্য একটি সুন্দর ও পরিপূর্ণ ঘুম অপরির্হায।
রাতে ঠিকমতো ঘুম না হলে শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। এমনকি পরেরদিন গুরুত্বপূর্ণ কাজেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেক সময় রাতে ঘুম আসে না। আবার মাঝে মাঝে হঠাৎ করেই ঘুম ভেঙে যায়। এমনটা প্রায় প্রতিটি মানুষেরই হয়ে থাকে।
এ ধরনের সমস্যার জন্য বেশকিছু কারণ রয়েছে তবে এর মধ্যে অন্যতম কারণ হতে পারে রাতের খাবার। বেশকিছু খাবার আছে যা খেলে আপনার সুন্দর ঘুম ব্যাহত হতে পারে।
এসব খাবারগুলো হজমে সমস্যা, অ্যাসিডিটি এবং শরীরের স্বাভাবিক কার্যপ্রক্রিয়ায় ব্যাঘাত ঘটিয়ে ঘুমের ব্যাঘাত ঘটায়। কোন খাবারগুলো খেলে রাতের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে তা এক নজরে দেখে নিন-
মিষ্টিজাতীয় খাবার: অনেকেই ঘুমের আগে মিষ্টিজাতীয় খাবার খেয়ে থাকে যা আপনার আরামের ঘুমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আবার অনেকের রাতে ঘুমানোর আগে চকোলেট, আইসক্রিম খাওয়ার অভ্যাস আছে যা পরিহার করা উচিত। এই ধরনের খাবারে থাকা অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত উপাদান রক্তে গ্লুকোজ বাড়িয়ে দেয় যা ইনসুলিনের ভারসাম্য নষ্ট করে। এছাড়াও এই ধরনের খাবার ঘুমের মধ্যে আপনার ওজন বাড়িয়ে দিতে পারে।
অ্যালকোহল: ঘুমের আগে নিয়মিত মদ্যপান আপনার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে।
যদিও মদ্যপানের পর শরীরে আরাম অনুভূত হয় কিন্তু মদ্যপান করলে অতিরিক্ত প্রসাবের বেগ আসে যা আপনার শরীরে পানিশূণ্যতা সৃষ্টি করতে পারে এবং আপনার সুন্দর ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে।
অতিরিক্ত ঝাল ও মসলাজাতীয় খাবার: অতিরিক্ত ঝাল ও মসলাদার খাবারে অ্যাসিডিটি হতে পারে। যার ফলে আপনি প্রশান্তির ঘুম থেকে বঞ্চিত হতে পারেন। অতিরিক্ত মসলাজাতীয় খাবারে বদহজম হতে পারে এবং হজম হতে অনেক সময় নেয়, তাই এসব খাবার ঘুমের আগে এড়িয়ে যাওয়ায় ভালো।
চা, কফি: জনপ্রিয় পানীয়’র মধ্যে অন্যতম চা ও কফি। অনেকেই রাতে ঘুমানোর আগে চা, কফি পান করাটা অভ্যাসে পরিণিত করে ফেলে যা একদমই উচিত নয়। এগুলোতে থাকা প্রচুর পরিমাণে ক্যাফেইন আপনার রাতের ঘুমে ব্যঘাত ঘটাতে পারে।
চিপস ও ফাস্টফুড: ঘুমের আগে এ খাবারগুলো এড়িয়ে চলা উত্তম। কারণ এটি গ্যাস্ট্রিকের সমস্যাকে তীব্র করে তোলে যা রাতে ঘুমে ব্যাঘাত সৃষ্টি করে।
টমেটো ও টক ফল: এটি গ্যাস্ট্রিকের সমস্যাকে তীব্র করে তোলে। এর ফলে শারীরিক অস্বস্তি থেকে ঘুমের সমস্যা হতে পারে। তাই টমেটো ও টক ফলজাতীয় খাবার ঘুমের আগে এড়িয়ে চলায় ভালো।
ভারী খাবার: অনেকেই সারাদিন ক্লান্তি শেষে ঘুমের আগে উদরভর্তি করে ভারি খাবার খায় যা কখনোয় উচিত নয়। রাতে ভারী খাবার খেলে হজম হতে দেরি হয়। ফলে ঘুম আসতেও দেরি হতে পারে।