আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় পদক জিতল চসিকের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় পদক জিতল চসিকের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

জনপ্রিয় মার্শাল আর্ট তায়কোয়ান্দোতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে বাংলাদেশের ৩ শিক্ষার্থী। পদক বিজয়ীরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী।
বুধবার পদকজয়ী শিক্ষার্থীরা চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতকালে তাদের সাফল্য তুলে ধরে এবং ভবিষ্যতে বাংলাদেশকে আরো বড় পদক এনে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। এসময় মেয়র বিজয়ী শিক্ষার্থীদের উৎসাহ দেয়ার জন্য ব্যক্তিগত ফান্ড থেকে আর্থিক পুরস্কার প্রদান করেন এবং তাদের সংবর্ধনা দেয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য চীনের নিংবো শহরে ১৬-১৭ আগস্ট অনুষ্ঠিত এশিয়া ওপেন আইটিএফ তায়কোয়ান্দো-ডো চ্যাম্পিয়নশিপ ২০২৫ (Asia Open ITF Taekwon-Do Championship 2025) প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনজন শিক্ষার্থী পদক অর্জন করে বাংলাদেশের গৌরব বৃদ্ধি করেছে। কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী উম্মে সাইরা তানসি – স্বর্ণপদক, বৃন্তি দেবী দুষ্টু – রৌপ্যপদক, সারমিন আক্তার – ব্রোঞ্জ পদক জয় করে আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রামের নাম উজ্জ্বল করেছে।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইটিএফ প্রেসিডেন্ট গ্র্যান্ডমাস্টার চোই জং হোয়া। এসময় আরও ৯ দেশের আইটিএফ প্রেসিডেন্ট ও কোচবৃন্দ উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল অস্ট্রেলিয়া, কিরগিজস্তান, নেপাল, মালয়েশিয়া, রাশিয়ান ফেডারেশন, বাংলাদেশ এবং পোল্যান্ড।
এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন শিক্ষার্থীদের এ সাফল্যে গর্ব প্রকাশ করে বলেন, আমাদের মেয়েরা প্রমাণ করেছে যে, সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রম থাকলে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করা সম্ভব। এই অর্জন শুধু চট্টগ্রামের নয়, বরং সমগ্র বাংলাদেশের গৌরব। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও ক্রীড়াবিদদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email