
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ বলেছেন, দেড় দশক ধরে দেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার খর্ব করে দেশে বাকশাল কায়েম করেছে। বিগত তিনটি নির্বাচনে রাতের ভোটে দিনে, ডামি-আমি নির্বাচনের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ধংস করে দিয়েছে। মানুষ দীর্ঘদিন ধরে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি। ৫ আগস্টের পর থেকে মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য নির্বাচনের বিকল্প নেই। যারা এখন নানা অজুহাতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু। দেশকে স্থিতিশীল করার জন্য গ্রহণযোগ্য নির্বাচন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নগরীর সিএন্ডবি আরএফ কনভেনশন হলে চান্দগাঁও ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, ৩১ দফা বাস্তবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। হাসিনার পতনের আগেই বিএনপি রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই দেশকে একটি শক্ত ভিত্তির ওপর দাড় করানো সম্ভব হবে। তাই আমাদেরকে ৩১ দফা সম্পর্কে জনগণকে জানাতে, প্রচারণা চালাতে হবে। ৩১ দফায় বাংলাদেশের মুক্তির সনদে পরিণত করতে হবে।
চান্দগাঁও ৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দীন। ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাজী মো. ওসমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সৈয়দ শিহাব উদ্দীন আলম, জাফর আহাম্মদ, আশরাফুল ইসলাম, মো: ইসকান্দর, মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকু, চান্দগাও থানা বিএনপি নেতা মো: নাছির, সালামত আলী, মোঃ ইউসুফ, মো: মিয়া, ৪৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন, ৪৫নং ওয়ার্ড বিএনপি সদস্য সচিব হাজী কামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ আরেফিন ইমন, মহানগর সেচছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের নেতা গাজি সেলিম, চান্দগাও থানা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাপ্পি, চান্দগাও থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তারসহ ওয়ার্ড ও থানা বিএনপির নেতৃবৃন্দ।