তারেক রহমান-এর কারামুক্ত দিবস উপলক্ষ্যে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

তারেক রহমান-এর কারামুক্ত দিবস উপলক্ষ্যে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ১৮ তম কারামুক্ত দিবস উপলক্ষ্যে তাহার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর নাসিমন ভবন দলীয় কার্যালয় সংলগ্ন হাফেজ মোহাম্মদ ছাদেক ওয়াকফ এস্টেট জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান ছাড়াও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিন, আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুল হক, খোরশেদুল আলম, কামরুল ইসলাম, জাফর আহমেদ, মোহাম্মদ আবু মুসা, মোহাম্মদ ইউসুফ, মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি আবু মুসা বাবলু, মহানগর ওলামা দলের সভাপতি মাওলানা শহিদ উল্লাহ চিশতী ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠন সমূহের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাহফিলে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকোসহ বিএনপি পরিবারের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email