চট্টগ্রামে স্বাস্থ্যসেবা অপ্রতুল: স্বাস্থ্য উপদেষ্টা

চট্টগ্রামে স্বাস্থ্যসেবা অপ্রতুল: স্বাস্থ্য উপদেষ্টা

চট্টগ্রামে নতুন বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।শুক্রবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় এই আহ্বান জানান।
নূরজাহান বেগম বলেন, দেশের প্রায় সব বিশেষায়িত হাসপাতাল ঢাকা কেন্দ্রিক। অথচ চট্টগ্রামে সরকারি-বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা অত্যন্ত অপ্রতুল। সরকারি পর্যায়ে কেবল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও জেনারেল হাসপাতালের ওপরই নির্ভর করতে হচ্ছে, যা চট্টগ্রামবাসীর জন্য দুর্ভাগ্যজনক। তবে করোনা মহামারিতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অবদান প্রশংসনীয়।ডাক্তারদের কোনো দল থাকতে পারে না। সবার আগে তারা ডাক্তার। তাদের মানবিক, সৎ ও জবাবদিহিমূলক হতে হবে
উপদেষ্টা বলেন ‘অর্থনৈতিকভাবে চরম বিপর্যস্ত অবস্থার মধ্যেও সরকার স্বাস্থ্যখাতে উন্নয়ন অব্যাহত রেখেছে। হার্টের রিং ও ক্যান্সারের ওষুধসহ বহু ওষুধের দাম কমানো হয়েছে।বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে নার্সদের ইংরেজি ও জাপানি ভাষায় দক্ষ করে তুলতে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, এজন্য কেয়ারগিভার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। একইসাথে মেডিকেল কলেজগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত না করলে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
সভায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গ্রান্ট ইন-এইড খাতে অর্থ বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হয়। নূরজাহান বেগম হাসপাতালের এনআইসিইউ, পিআইসিইউসহ কয়েকটি বিভাগ ঘুরে দেখেন।

সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপদেষ্টার একান্ত সচিব ডা. মো. মনজুরুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল ইসলাম, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারি মো. মোহাম্মদ সাগির, ডোনার মেম্বার ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. এ. টি. এম. রেজাউল করিম, মেডিক্যাল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল প্রফেসর এ. এস. এম. মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিক্যাল এফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, এবং উপ-পরিচালক (প্রশাসন) মো. মোশাররফ হোসাইন।

উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রফেসরগণ, যেমন: নিওনেটোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. জালাল উদ্দিন, অবস অ্যান্ড গাইনী বিভাগের প্রধান প্রফেসর ডা. সিরাজুন নুর রোজী, জেনারেল সার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডা. আনোয়ারুল হক, শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডা. দিদারুল আলম, প্রফেসর বাবুল ওসমান চৌধুরী, প্রফেসর ডা. তাহেরা বেগম, প্রফেসর ডা. সঞ্জয় কান্তি বিশ্বাস, প্রফেসর ডা. আসমা মোস্তফা, ডেন্টাল বিভাগের প্রধান অ্যাসিস্টেন্ট প্রফেসর ডা. মো. কামরুল ইসলাম, নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস স্মৃতি রাণী ঘোষ, এবং নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মিসেস ঝিনু রানী দাশ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email