
চট্টগ্রামে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ৫৪তম জশনে জুলুস শনিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ জুলুস জনসমুদ্রের রূপ নেয়।
জুলুসে নেতৃত্ব দেন দরবারে সিরিকটের সাজ্জাদানশিন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম জি আ)। অতিথি ছিলেন সাহেবজাদা হজরত সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (ম জি আ) ও সৈয়দ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ (ম জি আ)।
চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার বক্তারা যোগ দেন।
বিস্তারিত আসছে…….
পড়েছেনঃ ৪৮