
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিশাল ধর্মীয় শোভাযাত্রা জশনে জুলুসে ঘটে গেলো মর্মান্তিক ঘটনা। পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন দু’জন, আহত হয়েছেন আরও অন্তত বিশজন।
শনিবার দুপুর ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটিয়ার বাসিন্দা আইয়ুব আলী, বয়স ৬০ এবং কালামিয়া বাজার এলাকার কিশোর সাইফুল ইসলাম, বয়স মাত্র ১৩।
আহতদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। অন্যদের ভর্তি করা হয়েছে ওয়ার্ডে।
হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে—ভর্তি ছয়জনের মধ্যে দু’জনকে মৃত ঘোষণা করা হয়েছে।
এদিকে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত জশনে জুলুস শুরু হয় সকাল ৯টায় আলমগীর খানকাহ থেকে। নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এটি সমাপ্ত হয় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে।
বিশ্বের অন্যতম বৃহৎ মিলাদ শোভাযাত্রা হিসেবে পরিচিত এ আয়োজনের নেতৃত্ব দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ্।
আয়োজকরা জানিয়েছেন—শরিয়ত সম্মত পরিবেশ বজায় রাখতে ড্রাম সেট, নারীর অংশগ্রহণ এবং খাবার নিক্ষেপ এ বছরও কঠোরভাবে নিষিদ্ধ রাখা হয়েছিল।