
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা দলের উদ্যোগে বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ষোলশহর ২নং গেইটস্থ শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারী সমাজের উন্নয়নে মহিলা দলকে প্রতিষ্ঠা করেছিলেন। এই দলের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের নারী সমাজকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। প্রতিষ্ঠালগ্ন থেকেই মহিলাদল দেশ, দেশের মানুষের উন্নয়ন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রের জন্য লড়েছেন। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে এখনো পর্যন্ত আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি কখনো আপস করেনি। গণতন্ত্রের জন্য বিএনপির নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। আগামীতে দেশ ও জনগণের স্বার্থে বিএনপি যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছে।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলাদলের সি. সহ সভাপতি ছকিনা বেগম, সহ সভাপতি রেজিয়া বেগম মুন্নী, ফারহানা জসিম, আশরাফী মোতালেব, মাশকুরা মেরি, এড. নিলুফার ইয়াসমিন লাভলী, সি. যুগ্ম সম্পাদক রাবেয়া বেগম রাবু, যুগ্ম সম্পাদক কামরুন নাহার লিজা, শামসুন্নাহার প্রেমা, সাংগঠনিক সম্পাদক তাসলিমা আহমেদ লিমা, শামীম আরা নাসরিন, সহ সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াসমিন, বায়েজিদ বোস্তামী থানা সভাপতি মনোয়ারা বেগম হেনা, সাধারণ সম্পাদক নাসিমা আলম, পাহাড়তলী থানার সভাপতি রিনা বেগম, চকবাজার থানার সাধারণ সম্পাদক নাজমা বেগম, মহিলাদল নেত্রী এড. বিলকিস আরা মিতু, এড. আসমা বেগম, এড. আবিদা, সানজিদা আক্তার প্রমূখ।