সিটি কর্পোরেশন, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়া এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সিটি কর্পোরেশন, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়া এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আজ সকাল ১১:৩০ মিনিটে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস এর উদযাপন এবং প্রচারণা যৌথভাবে পরিচালনা করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর (প্রাঃ) লিমিটেড ও পিজিএস একাডেমিয়া এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর পক্ষে মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন, সিএসসিআর (প্রাঃ) লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোরসেদুল করিম চৌধুরী, পিজিএস একাডেমিয়া এর পক্ষে সংস্থাটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মাসুদ করিম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জনাব এম.এ মালেক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সচিব মোঃ আশরাফুল আমীন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইমাম হোসেন রানা, ডাঃ হোসনে আরা, সিএসসিআর (প্রাঃ) লিমিটেড এর চেয়ারম্যান ডাঃ খুরশীদ জামিল চৌধুরী, অধ্যাপক ডাঃ এম.এ. কাশেম, ডাঃ সালাউদ্দিন মাহমুদ, সাংবাদিক জাহিদুল করিম কচি, ডাঃ এমজাদ হোসেন, মোঃ আজিজুর রহমান, পিজিএস একাডেমিয়ার ডাঃ সাকেরা আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন হেলদি সিটি নিমার্ণে চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। অক্টোবর মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রী এবং শিক্ষিকাদের নিয়ে সচেতনতা সমাবেশ ও সচেতনতা বিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হবে। তাছাড়া নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ সংক্রান্ত আবহ তৈরী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং লিফলেট বিতরণ, টক-শোসহ গণমাধ্যমে বিভিন্ন প্রচারণা অব্যাহত থাকবে। সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়া যৌথভাবে নগরীর বিভিন্ন স্কুল কলেজে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ে সমাবেশ ও প্রশিক্ষণ প্রদান এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ করবে। তাছাড়া মাসজুড়ে বিনামূল্যে সিএসসিআর হাসপাতাল ব্রেস্ট ক্যান্সার স্ক্রীনিং প্রোগ্রামের আওতায় রোগীদের বিনামূল্যে কনসালটেশন প্রদান করবে। যে সমস্ত রোগীর পরীক্ষার প্রয়োজন হবে তাঁদের ৫০% ছাড়কৃত মূল্যে ম্যামোগ্রাম, আল্ট্রাসনোগ্রাম, সিটি এবং এমআরআই অব ব্রেস্ট এবং বায়োপসি, হিস্টোপ্যাথলোজী, ইমিউনো-হিস্টোকেমিস্ট্রি পরীক্ষার ব্যবস্থা করা হবে। আজাদীর সম্পাদক জনাব এম.এ মালেক মাসব্যাপী এ প্রচারণায় এবং সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে তাঁর সর্বাত্বক সহযোগিতা প্রদান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চিকিৎসকসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা, নগরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email