ভোট গণনার মেশিন নির্দিষ্ট দলের কোম্পানি থেকে কেনা-ছাত্রদলের জিএস প্রার্থী

ভোট গণনার মেশিন নির্দিষ্ট দলের কোম্পানি থেকে কেনা-ছাত্রদলের জিএস প্রার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গণনার জন্য নির্দিষ্ট দলের কোম্পানি থেকে ভোট গণনার মেশিন কেনা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১৩ নম্বর ছাত্রী হলে নিজের ভোটপ্রদান শেষে এ অভিযোগ আনেন তিনি৷

এ সময় তিনি বলেন, ‘একটি নির্দিষ্ট দলের কোম্পানি থেকে ভোট গণনার মেশিন কেনা হয়েছে, সেটার উপর আস্থা আনতে পারছি না৷ এখানে ভোট কারচুপির সম্ভাবনা আছে বলে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি৷ পরবর্তীতে তারা বলেছেন, মেশিনে ভোট গণনা হবে না, এনালগ পদ্ধতিতে হবে।’

তিনি আরও বলেন, নির্বাচন উপলক্ষে যে আমেজ থাকার কথা, সেটা নারী শিক্ষার্থীদের হল গুলোতে কম দেখা যাচ্ছে। এটার একটা কারণ হতে পারে ভোটারদের নানা ধরনের জটিলতায় পরা। ভোটারকে আইডি কার্ডের মেয়াদ বাড়ানো, রিনিউ করাসহ নানা জটিলতার মুখোমুখি করা হয়েছে।’

এদিকে আজ ভোরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়,‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর ভোট গণনা কার্যক্রম ম্যানুয়ালি (হাতে) সম্পন্ন করা হবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email