সংবাদপত্র শুধু খবর পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজের দর্পণ-মীর হেলাল

সংবাদপত্র শুধু খবর পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজের দর্পণ-মীর হেলাল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সংবাদপত্র শুধু খবর পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজের দর্পণ। দিনকান পত্রিকা তার পথচলার শুরু থেকেই সত্য, নিরপেক্ষতা, সাহসী সাংবাদিকতা ও জনস্বার্থের প্রশ্নকে তুলে ধরার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে।ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের সময় রাজনৈতিক রোষানলের শিকার হয়ে দিনকাল বন্ধ করে দিয়েছিলো খুনী হাসিনা। দৈনিক দিনকালের ৩৯ বছর পদার্পণ উপলক্ষ্য শুভেচ্ছা জানাতে গতো বুধবার বিকালে চট্টগ্রাম ব্যুরো অফিস পরিদর্শন করেন তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, একটি পত্রিকার শক্তি নির্ভর করে তার পাঠক, লেখক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের উপর। আজকের দিনে আমরা গর্বের সাথে বলতে পারি—দিনকান পত্রিকা সৎ সাংবাদিকতার মানদ- রক্ষা করে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে।আমরা জানি, একটি গণতান্ত্রিক সমাজে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। তাই দিনকান যেন আগামী দিনগুলোতেও সত্য, ন্যায় ও জনগণের পক্ষে কলম চালিয়ে যেতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা।প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে মীর হেলাল দিনকান পরিবারের সকল সদস্যকে অভিনন্দন জানান এবং দীর্ঘায়ু কামনা করেন। আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দিনকান পত্রিকা দেশ, সমাজ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে।
এসময় উপস্থিত ছিলেন দিনকাল চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুল, বিএনপি নেতা আসিফ চৌধুরী, চট্টগ্রাম ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email