সকালে ধূমপান: স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর

সকালে ধূমপান: স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ কথা প্রায় সকলেই জানেন। দিন কি রাত, যখনই হোক যেভাবেই এটি পান করা হোক না কেন, তা স্বাস্থ্যের ক্ষতি করে থাকে।

কিন্তু দিনের কোন সময়ে সিগারেট খাওয়া মানবদেহের জন্য অধিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

চিকিৎসকদের মতে, দিনের শুরুতে অর্থাৎ, সকালে ঘুম থেকে উঠে ধূমপান করা শরীরের জন্য ভয়াবহ বিপজ্জনক। অতি আসক্ত ধূমপায়ী বা চেন স্মোকারদের মতো যারা ধূমপান করেন না, তাদের অনেকেই নিজেকে নিরাপদ মনে করেন।

তবে গবেষণা ভিন্ন কিছু বলছে। ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে ধূমপানের ক্ষতিকর দিক ও এর সময় নিয়ে কথা বলেছেন পালমোনোলজিস্ট ডা. বিকাশ মিত্তল।
যেসব লক্ষণে বুঝবেন প্রস্টেট ক্যান্সার

এ বিশেষজ্ঞ চিকিৎসক গবেষণার কথা উল্লেখ করে জানিয়েছেন, সকালে একটি বিড়ি বা সিগারেট পান থেকে হার্ট ও ফুসফুসের যে পরিমাণ ক্ষতি হয়, তা চেন স্মোকারদের ক্ষেত্রেও দেখা যায় না।

ডা. বিকাশ বলেন, সকালে ঘুম থেকে উঠার পর শরীর মূলত রিসেট মোডে থাকে। তখন ফুসফুস খুব স্পর্শকাতর থাকে। হরমোনের মাত্রাও বেশির দিকে থাকে। এ জন্য সকালে সামান্য বা অল্প পরিমাণ ধূমপানও শরীরের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে।

ঘুমানোর সময় শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ রেস্টিং মোডে চলে যায়। এ সময় সারাদিনের হওয়া যাবতীয় ক্ষয়ক্ষতির সংস্কার কাজ চলে। আর ঘুম থেকে উঠার পরপর ধূমপান করলে তখন ক্ষতিকর রাসায়নিক সরাসরি স্পর্শকাতর গুরুত্বপূর্ণ অংশগুলোয় আঘাত করে।

একইসঙ্গে দ্রুত হারে টক্সিন শোষণ করে নেয়। ঘুম থেকে উঠার পর অন্তত ৩০ মিনিটের মধ্যে ধূমপানের অভ্যাস থাকলে ক্ষতির সম্ভাবনা বেশি হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email