এসএসসির প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন

এসএসসির প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় তিনটি বিষয়ে প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন আনা হয়েছে। এসব বিষয় হলো বাংলা, আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং।

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে সংশোধিত প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন কার্যকর হবে।

চিঠিতে জানানো হয়, ২০২৬ সাল থেকে কার্যকর হতে যাওয়া নতুন নির্দেশনা অনুযায়ী-

বাংলা দ্বিতীয় পত্র : রচনামূলক অংশের অনুবাদ বাদ দেওয়া হয়েছে। অনুবাদের জন্য বরাদ্দ ১০ নম্বর এখন সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হয়েছে।

আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) : সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। এই অংশের জন্য নির্ধারিত ১০ নম্বর এখন বহুনির্বাচনি প্রশ্নের ১৫ নম্বরের সঙ্গে যোগ করে মোট ২৫ নম্বর বহুনির্বাচনি প্রশ্নের জন্য বরাদ্দ করা হয়েছে।

ফিন্যান্স ও ব্যাংকিং : মোট ১৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। এর মধ্যে ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টি প্রশ্ন থাকবে। শিক্ষার্থীদের যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টি প্রশ্নসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email