ভুয়া আইডি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী প্রভা

ভুয়া আইডি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী প্রভা
জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবারও আলোচনায় এসেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ভক্তদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন। তবে এবার ফেসবুকে লাইভে এসে নিজের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া প্রোফাইল খোলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রভা।

লাইভে এক দর্শক জানান, প্রভার নামে একাধিক ভুয়া আইডি চালু আছে। বিষয়টি নিশ্চিত করে প্রভা বলেন, “হ্যাঁ, আমি নিজেই দেখেছি। এমনকি কিছুদিন আগে এক ভুয়া আইডি থেকে আমার ছবি দিয়ে পোস্ট দেওয়া হয়েছে-‘আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন’। এগুলো মোটেই আমার সঙ্গে সম্পর্কিত নয়।”

অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে আমার ছবি দিয়ে ভুয়া প্রোফাইল বানাতে হবে? আল্লাহ সবাইকে কিছু না কিছু প্রতিভা দিয়ে পাঠিয়েছেন। সেটা কাজে লাগান। কিন্তু দয়া করে আমার নামে নকল আইডি খুলবেন না।’

প্রভা স্পষ্ট করে জানান, তার নামে তৈরি কোনো ভুয়া প্রোফাইল থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী বক্তব্য বা অর্থ দাবির মতো কাজ করলে তা যেন কেউ বিশ্বাস না করেন। ‘আমার নামে যদি এসব কিছু হয়, দয়া করে ধরে নেবেন ওটা আমি নই,’ বলেন তিনি।

ভক্তদের উদ্দেশে প্রভার অনুরোধ-ভুয়া প্রোফাইল দেখলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে এবং কেবল তার অফিসিয়াল পেজ বা ভেরিফায়েড আইডিতেই যোগাযোগ রাখতে হবে।

এএডি/

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email