বিয়ে করলেন অভিনেত্রী আফ্রি সেলিনা

বিয়ে করলেন অভিনেত্রী আফ্রি সেলিনা

একসময় বাংলাদেশের আলোচিত অভিনেত্রীদের তালিকায় ছিলেন আফ্রি সেলিনা। দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে বিজ্ঞাপন, নাটকে ও সিনেমাতেও দেখা গেছে তাকে।

কিন্তু হঠাৎ করে লাইমলাইটের বাইরে চলে যান তিনি। তবে কয়েক মাস ধরে পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে লন্ডনে অবস্থান করছেন সেলিনা।

গত ২০ সেপ্টেম্বর বিয়ে করেছেন এই অভিনেত্রী। পাত্রের নাম ইফতেখার আহমেদ। যুক্তরাজ্যের নাগরিক হলেও তার পারিবারিক বাড়ি বাংলাদেশে।

তিনি পেশায় ফুটবল খেলোয়াড়, ব্রিটিশ অভিনয়শিল্পী ও

বিয়ে করলেন অভিনেত্রী আফ্রি সেলিনা

ব্যবসায়ী। সেলিনার বিয়েতে আত্মীয় ও স্বজন ও কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন।
সালমান-ঐশ্বরিয়ার প্রেম নিয়ে নতুন তথ্য দিলেন নির্মাতা

বিয়ে নিয়ে দেশের একটি গণমাধ্যমকে আফ্রি সেলিনা বলেন, আমার এবং ইফতেখারের দুই ফ্যামিলির পরিকল্পনা ছিল আমাদের বিয়ের অনুষ্ঠান ঢাকায় হবে কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি কারণে অনেকটা হঠাৎ করেই লন্ডনেই বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর আমাদের লন্ডনে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হয়।

তিনি আরও বলেন, যে বিশ্বাস ভালোবাসা নিয়ে আমি ও ইফতেখার দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন এটা বজায় থাকে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।

ভারতের দিল্লিতে জন্ম হলেও পাঁচ বছর বয়সে বাংলাদেশে চলে আসেন আফ্রি সেলিনা। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অন্যপথ’। নাঈম তালুকদারের পরিচালনায় এই ছবিতে আফ্রি অভিনয় করেছিলেন ইন্দ্রনীল সেনগুপ্তের বিপরীতে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email