
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কয়েকটি দোকান ও পরিবহনকে জরিমানা করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে গরুর মাংসের দোকানে ওজনে কারচুপি, মুদির দোকানে মূল্য তালিকার অসঙ্গতি এবং নির্ধারিত স্থানে বাস না দাঁড়ানোসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এ সব অভিযোগে সাতটি মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।