এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে নেফ্রোলজি বিভাগে যোগ দিলেন ডা. সাদিয়া সুলতানা

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে নেফ্রোলজি বিভাগে যোগ দিলেন ডা. সাদিয়া সুলতানা

চট্টগ্রাম এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর নেফ্রোলজি বিভাগের অ্যাটেন্ডিং কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন ডা. সাদিয়া সুলতানা, এমবিবিএস, এমডি। তাঁর এই যোগদানের মাধ্যমে হাসপাতালটি দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে উন্নত কিডনি চিকিৎসা সেবাকে আরও এক ধাপ এগিয়ে নিল।

ডা. সুলতানা একজন দক্ষ ও অভিজ্ঞ নেফ্রোলজিস্ট, যিনি কিডনির জটিল ও বহুমুখী রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে নেফ্রোলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি, তিনি ওয়ার্ল্ড কিডনি একাডেমিয়া থেকে ডায়ালিসিস ও রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বিষয়ে ফেলোশিপ সম্পন্ন করেছেন।

তিনি ক্রনিক কিডনি ডিজিজ (সিকেডি), অ্যাকিউট কিডনি ইনজুরি (একেআই), গ্লোমেরুলোনেফ্রাইটিস (এসএলই-সম্পর্কিত কিডনি রোগসহ) এর চিকিৎসায় বিশেষ পারদর্শী। ডা. সুলতানা হিমোডায়ালিসিস ও পেরিটোনিয়াল ডায়ালিসিসে সমানভাবে দক্ষ এবং ডায়ালিসিস-সম্পর্কিত জটিলতা ব্যবস্থাপনা ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট পরবর্তী চিকিৎসায় বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়া, তিনি ডায়াবেটিক কিডনি রোগ, উচ্চ রক্তচাপজনিত জটিলতা ও আধুনিক কিডনি চিকিৎসায় দক্ষতার পাশাপাশি কিডনি বায়োপসি ও অস্থায়ী এবং স্থায়ী ডায়ালিসিস ক্যাথেটার স্থাপনের মতো জটিল নেফ্রোলজি প্রক্রিয়ায়ও পারদর্শী।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে যোগদানের আগে তিনি দীর্ঘদিন ক্লিনিক্যাল চিকিৎসার পাশাপাশি একাডেমিক শিক্ষকতায় যুক্ত ছিলেন। তিনি মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেছেন এবং আইসিইউতে জটিল ও সংকটাপন্ন কিডনি রোগীদের চিকিৎসা প্রদানে অভিজ্ঞতা অর্জন করেছেন।

একাডেমিক অগ্রগতিতেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন ডা. সুলতানা। তাঁর একাধিক গবেষণাপত্র স্বনামধন্য পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত হয়েছে। পাশাপাশি, তিনি নিয়মিতভাবে আন্তর্জাতিক কর্মশালা ও সম্মেলনে অংশগ্রহণ করে থাকেন, যাতে তাঁর চিকিৎসা পদ্ধতি সর্বশেষ বৈশ্বিক মানদণ্ড ও উদ্ভাবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।

ডা. সাদিয়া সুলতানার যোগদানের মাধ্যমে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর কিডনি চিকিৎসা বিভাগ আরও উন্নত, আধুনিক ও রোগীবান্ধব সেবা নিশ্চিত করবে বলে আশা করা যাচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email