চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদলের প্রচেষ্টায় মীর হেলালের সহযোগিতায় মাস্টার্স কোর্স চালু

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদলের প্রচেষ্টায় মীর হেলালের সহযোগিতায় মাস্টার্স কোর্স চালু

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ হতে বিভিন্ন

বিভাগে কৃতকার্য সহিত স্নাতকোত্তর পাশ করা শিক্ষার্থীরা দীর্ঘদিনের দাবি প্রেক্ষিতে ও সরকারি সিটি কলেজ শহরের প্রাণকেন্দ্র অবস্থিত এটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হওয়া। যোগাযোগের ব্যবস্থা অনুকূলে থাকায় প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী অত্র কলেজে ভর্তি হতে আগ্রহী থাকে। কিন্তু আসন সংখ্যা সীমিত হওয়ায় অসংখ্য ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ভর্তি যোগ্যতা থাকা সত্ত্বেও ভর্তি হতে পারছে না।এবার বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী রনির সার্বিক সহযোগিতায় গত ২২ সেপ্টেম্বর স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর মাস্টার্স শেষ পর্ব (প্রাইভেট) কোর্সে চালুর সিদ্ধান্ত নেয়া হয়।জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর,উপ-রেজিস্ট্রার (মাস্টার্স ও মাস্টার্স প্রফেশনাল)মোহাম্মদ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এদিকে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী রনি জানান, জুলাই আগষ্ট পরবর্তী সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির ছিল কোর্স টি চালু করা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email