চন্দনাইশে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

চন্দনাইশে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মহিবুল ইসলাম মহিদ (১৬) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নিহতের বন্ধু অন্য সাইকেল আরোহী তুষার (১৮)।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইটের দক্ষিন পাশে গাছবাড়িয়া পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে এই ঘটনাটি ঘটে। নিহত মহিবুল ইসলাম চন্দনাইশ উপজেলা হাশিমপুর ইউনিয়নের খুনিয়ার পাড়া ৩ নং ওয়ার্ডের ফখরুদ্দিন চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,নিহত মহিবুল ও তার বন্ধু সাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফেরার পথে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাস টয়েজ এন্টারপ্রাইজ নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহী মহিবুল ও তার বন্ধুকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং অপর সাইকেলে থাকা তুষার গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত তুষারকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার পর পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে স্থানীয় জনতা বিচারের দাবীতে রাস্তা অবরোধ করেন। প্রায় ত্রিশ মিনিট যানচলাচল বন্ধ থাকার পরে চন্দনাইশ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তৎপরতায় যানচলাচল নিয়ন্ত্রণে আনেন। দোহাজারী হাইওয়ে থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি ও গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে আসেন।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email