
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, জুলাই আন্দোলনের শ্রমিক নির্দেশ, আলহাজ্ব এ এম নাজিমউদ্দিন ও চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাবেক সভাপতি তাহের আহমদ, জটিল রোগে আক্রান্ত হওয়ায়, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অদ্য বাদে আসর নাসিম ভমনস্থ বিএনপির কার্যালয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
উক্ত মসজিদের খতিব হাফেজ মাওলানা এহসানুল হক মোনাজাতের মাধ্যমে দোয়া করেন মহান আল্লাহর দরবারে তার সুস্থতার কামনা করে এ সময় উপস্থিত তরুণ উদীয়মান রাজনীতিবিদ, জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি, সাঈদ আল নোমান, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সভাপতি ইদ্রিস মিয়া, সহসভাপতি, শফিকুল ইসলাম চেয়ারম্যান, মমতাজ উদ্দিন, জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তসলিম উদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক, আবু বক্কর সিদ্দিকী, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, সদস্যদের মধ্যে আবুল কালাম আজাদ, কাজী আফসার, মোহাম্মদ বাহার মিয়া, আব্দুল মান্নান, মোহাম্মদ দেলোয়ার, রবিউল হোসেন, আব্দুর রউফ লিটন, আলতাব হোসেন, সাইফুল আলম, বোরহান উদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে দোয়া করে এ এম নাজিম উদ্দিন ঢাকা ইব্রাহিম গার্ডিয়ান হাসপাতালে চিকিৎসাধীন আছেন আল্লাহ যেন অতি দ্রুত আমাদের নেতাকে সুস্থ করে ফিরিয়ে দেন। সেই তৌফিক দান করেন। বিএনপির চেয়ারপার্সের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের জন্য দোয়া করেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি রসাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান সহ সকল প্রয়াত শ্রমিক দলের নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করেন।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন আল্লাহ যেন দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেন। ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশকে যেন রক্ষা করেন। আগামী নির্বাচনে যেন দেশে গণতন্ত্র সুশৃংখল ফিরিয়ে আনেন এই দোয়া কামনা করেন আল্লাহর দরবারে।