
চিত্রনায়িকা পরীমণি আবারও ভক্তদের নজর কাড়লেন তার গ্ল্যামারাস লুকে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি ফটোশুটের ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ছবিতে পরীমণিকে দেখা যায় নীল ও সোনালি রঙের লেহেঙ্গায়, যা কাতান বা বেনারসি সিল্কের তৈরি। তার সঙ্গে মানানসই ভারী গহনা- নাকফুল, নেকলেস, দুল ও চুড়ি-পুরো লুকটিকে করেছে আরও দ্যুতিময়। আকর্ষণীয় মেকআপ এবং হেয়ারস্টাইল পুরো সাজকে এক নতুন মাত্রা দিয়েছে।
ফটোশুট শেয়ার হতেই ভক্তরা তার সৌন্দর্য ও ফ্যাশন সেন্সের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। পোস্টটি হাজার হাজার লাইক এবং মন্তব্যে ভরে উঠেছে। জাওয়াদ আহমেদ নামে এক ভক্ত লিখেছেন, ‘আপনাকে দেখতে রানীর মতো লাগছে।’
পরীমণি নিয়মিতভাবে সামাজিক মাধ্যমে নিজের মুহূর্ত এবং নতুন সাজ-পোশাকের ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে সংযোগ স্থাপন করেন। এবারও তার ফ্যাশনস্টেটমেন্ট তা প্রমাণ করল।
এএডি/